মৌলভীবাজারে গুপ্ত সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ

মৌলভীবাজারে গুপ্ত সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ
মৌলভীবাজার প্রতিনিধি:
শিক্ষাঙ্গনে পরিকল্পিত বিশৃঙ্খলা ও গুপ্ত সংগঠনের মাধ্যমে ছাত্রসমাজকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন।
নেতারা অভিযোগ করেন, ‘মব’ নামের একটি গুপ্ত সংগঠন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় এই সংগঠন ছাত্রসমাজকে সন্ত্রাসের পথে ধাবিত করতে চায় বলে দাবি করেন তারা।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া বলেন, “গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। আমরা ছাত্রসমাজকে সচেতন করছি—এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, “দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে ছাত্রদের হাত ধরে। অথচ একটি মহল তাদের বিভ্রান্ত করে ধ্বংসের পথে ঠেলে দিতে চায়। ছাত্রদল রাজপথে থেকে এই অপচেষ্টা প্রতিহত করবে।”
বক্তারা আরও বলেন, “ছাত্রদল গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষার পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল সোচ্চার থাকবে এবং ছাত্রসমাজের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।”
পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন