জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা প্রীতম দাশকে মৌলভীবাজারে অবাঞ্চিত ঘোষণা ছাত্র-জনতার

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা প্রীতম দাশকে মৌলভীবাজারে অবাঞ্চিত ঘোষণা ছাত্র-জনতার
স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশকে মৌলভীবাজার জেলায় অবাঞ্চিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্র-জনতা।
শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী ছাত্র ও সাধারণ নাগরিকরা প্রীতম দাশের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে জেলার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “মৌলভীবাজারের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায় একটি বিশেষ মহল। আমরা এ বিষয়ে সচেতন এবং প্রীতম দাশের মতো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবো।”
এ সময় উপস্থিত ছাত্র-জনতা ‘মৌলভীবাজারে প্রীতম দাশ চলবে না, চলবে না’, ‘অবাঞ্চিত প্রীতম দাশ হুঁশিয়ার’, ‘মৌলভীবাজারের মাটি বিক্রি হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
ছাত্র-জনতা জানায়, মৌলভীবাজারের স্বার্থবিরোধী যে কেউ হোক না কেন, তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
আপনার মতামত লিখুন