৯ জুন বড়লেখায় আসছেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান

৯ জুন বড়লেখায় আসছেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান
হানিফ পারভেজ,বড়লেখা,মৌলভীবাজার..
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আগামী ৯ জুন ঈদ পুনর্মিলনী সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশ সফল করতে শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। এছাড়া দলীয় নেতাকর্মীদে মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক প্রবাসী ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, বড়কন্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, সাবেক পৌর আমির খিজির আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন