আসন্ন ঈদ-উল-আজহা ২০২৫: বাহুবলে কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য অপসারণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদ-উল-আজহা ২০২৫: বাহুবলে কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য অপসারণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাহুবল (হবিগঞ্জ): আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা ২০২৫ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, বর্জ্য অপসারণ ও আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (তারিখ উল্লেখ করুন) বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন সচিবগণ, বাংলাদেশ প্রেসক্লাব বাহুবল উপজেলার সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সিজিল, ছাত্র প্রতিনিধি, ও উপজেলার বিশিষ্ট আলেমগণ।
সভায় ঈদ উপলক্ষে জনস্বাস্থ্য, পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপনের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন