

শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
আজ (২০মে ২০২৫খ্রি:) শ্রীমঙ্গল পৌর মিলনায়তনে পৃথক পৃথক কক্ষে অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা।
উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নুরে আলম সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন মোঃ তাজ উদ্দিন তাজু, আতাউর রহমান লাল হাজী, মহসিন মিয়া মধু, হাফিজুর রহমান তুহিন, মোঃ ইয়াকুব আলী, আতিকুর রহমান জরিপসহ আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।
সভায় ৯টি ইউনিয়নে কর্মীসভা করার নির্দেশনা প্রদান করা হয় এবং এ সংক্রান্ত একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সমসাময়িক ঘটনাবলী নিয়েও আলোচনা হয়, যেখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ইউনিয়ন কমিটি গঠনের আহ্বান জানান।
১নং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ সুফি মিয়া তার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান। সভার সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক মোঃ নুরে আলম সিদ্দিকী।
অন্যদিকে, পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শামীম আহমদের সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিল্লাত হোসেন মিরাশদার। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন।
সভায় পৌর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং দ্রুত ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা করে কমিটি গঠনের নির্দেশনা দেন জেলা নেতৃবৃন্দ। কর্মীসভার তারিখ উল্লেখ করে একটি ক্যালেন্ডার ঘোষণা করে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন