বড়লেখায় নিসচা’র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন


বড়লেখায় নিসচা’র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
হানিফ পারভেজ
বড়লেখা, মৌলভীবাজার
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ।
প্রচার সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, শ্রমিক নেতা দুদু মিয়া, সামছুল ইসলাম, মনির আহমদ, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য শাহরিয়ার শাকিল, নিরঞ্জন দেবনাথ নিলু, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ।
পরে বৃক্ষবন্ধু নার্সারির সৌজন্যে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়।
এসময় নিসচা সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, নিসচা দেশের প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে নিসচা বড়লেখা উপজেলা শাখার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন