জেলা শিল্পকলা একাডেমির গুণিজন সম্মাননায় ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান দেলোয়ার হোসেন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শিল্প-সংস্কৃতির বিকাশে নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান নাট্যজন মো: দেলোয়ার হোসেন। শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে ‘গুণিজন সম্মাননা-২০২৩’ প্রদান করা হয়।
১৯৭৯ সালে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের এক সস্ম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন দেলোয়ার হোসেন। তাঁর পিতা মো: আব্দুল হেকিম ও মাতা হালিমা বেগম। শিক্ষা জীবনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএ পাস করে সিলেট মুরারি চাঁদ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন।
ছাত্রজীবন থেকেই তিনি নাট্যচর্চায় সম্পৃক্ত হন। ১৯৯৪ সালে শ্রীমঙ্গলের কাকিয়া বাজারে প্রতিষ্ঠা করেন নাট্য সংগঠন ‘বিজয়ী থিয়েটার’, বর্তমানে যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সম্মিলিত নাট্য পরিষদ, জেলা নাট্য পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
একজন নাট্যকার, নির্দেশক ও সৃজনশীল নাট্য সংগঠক হিসেবে তিনি লিখেছেন ও মঞ্চস্থ করেছেন বেশ কিছু আলোচিত নাটক। এর মধ্যে রয়েছে— মহাজনের খেলা, তিনখান কথা, আশরাফুল মাখলুকাত, ঘটক সম্প্রদায়, একজন মুক্তিযোদ্ধার স্বপ্ন, মায়ের সমাধি ও বধ্যভূমি ৭১ ইত্যাদি। এছাড়া পথনাটক ও লোকজ উৎসবের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে নাট্যচর্চায় সম্পৃক্ত করেছেন তিনি।
করোনাকালীন সময়ে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নাটক ও ক্রীড়া আয়োজন এবং শিশু উদ্যানের মুক্তমঞ্চ নির্মাণসহ তাঁর উদ্যোগ সর্বত্র প্রশংসিত হয়েছে।
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রতিবছরের মতো এবারও সম্মাননা প্রদান করে। এর মধ্যে নাট্যকলা বিষয়ে বিশেষ অবদানের জন্য ২০২৩ সালের গুণিজন সম্মাননা অর্জন করলেন বিজয়ী থিয়েটারের সভাপতি নাট্যজন দেলোয়ার হোসেন।
আপনার মতামত লিখুন