ভুণবীর আমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ভুণবীর আমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
অদ্য ২৭মার্চ ২০২৫ রোজ বৃহস্প্রতিবার
শ্রীমঙ্গল উপজেলার ভূণবীর ইউনিয়নের ভুণবীর চৌমুহনা সংলগ্ন আমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় দারুল কিরাত বিভাগের ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল বারিক মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন মাওলানা শিমুল আহমেদ। দারুল কিরাত বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কিরাত বিভাগের ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সার্বিকভাবে, অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর, আনন্দঘন ও স্মরণীয়।
আপনার মতামত লিখুন