ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন


ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবলকে আউটসোর্সিং পদ্ধতি থেকে বাতিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সোমবার (২৪ মার্চ) এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে মৌলভীবাজার জেলার সকল উপজেলার শিক্ষক, ফিল্ড সুপারভাইজার, কেয়ারটেকার ও মডেল কেয়ারটেকারগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রকল্পটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় দীর্ঘদিন ধরে তারা আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা আরও জানান, আসন্ন ঈদের আগে বেতন ও বোনাস প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষক ও কর্মীরা মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে প্রকল্পের কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন।
আপনার মতামত লিখুন