বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে তারেক রহমানের ঈদ উপহার


বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে তারেক রহমানের ঈদ উপহার
২৩ মার্চ ২০২৫ ইং, রোববার — মৌলভীবাজার জেলা কারাগারে নিহত বড়লেখার বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য অর্থ সহায়তা, ঈদের উপহার ও শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন উপহারগুলো আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ এবং পরিবারের অন্যান্য সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমান নিহত নেতার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১০ জানুয়ারি মৌলভীবাজার জেলা কারাগারে প্রতিপক্ষের শারীরিক নির্যাতনে নিহত হন।
আপনার মতামত লিখুন