হবিগঞ্জের নবীগঞ্জ জনতার বাজারে মাইকে ঘোষণা দিয়ে চার সাংবাদিকের উপর হামলা

হবিগঞ্জের নবীগঞ্জ জনতার বাজারে মাইকে ঘোষণা দিয়ে চার সাংবাদিকের উপর হামলা
মিয়া মোহাম্মদ সিজিল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পশুর হাট পরিচালনার অভিযোগ উঠেছে। প্রতি শনিবার এই হাট বসছে, যেখানে বাজার পরিচালনা কমিটি অবৈধভাবে রশিদ দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে হাটের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে মাইকে ঘোষণা দিয়ে চার সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিকরা হলেন — দৈনিক কালবেলা ও গাজী টিভির প্রতিনিধি নূর উদ্দিন, এশিয়ান টেলিভিশনের সুরুজ আলী, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ এবং দীপ্ত টেলিভিশনের আখলাছ আহমদ প্রিয়। হামলাকারীরা তাদের ক্যামেরা ও ট্রাইপড ভাঙচুর করে।
অভিযোগ রয়েছে, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও জনতার বাজার পরিচালনা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান চলতি বছরের ৭ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনতার বাজার পশুর হাট বন্ধের নির্দেশ দেন। এতে উল্লেখ ছিল, সরকারি অনুমতি ছাড়া হাট পরিচালনা করা হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় এই অবৈধ হাট চলছে বলে অভিযোগ রয়েছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এবং অবৈধ হাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় এ ধরনের হামলা ও অনিয়ম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আপনার মতামত লিখুন