শ্রীমঙ্গলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


শ্রীমঙ্গলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. শহিদ মিয়া, শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। তিনি তাঁর বক্তব্যে শ্রীমঙ্গলে সাধারণ মানুষের মাঝে বিএনপির অবস্থানকে বাধাগ্রস্ত করার অভিযোগে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সমালোচনা করেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছতে বাধা দিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটেছে। তবে, শ্রীমঙ্গলে কিছু বিএনপি নামধারী দালাল রয়েছে যারা ত্যাগী নেতাদের রাজনীতি কখনোই পছন্দ করে না। তাদের মূল উদ্দেশ্য নিজেদের অপরাধ ও দালালিকে আড়াল করা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গলের সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন