তারেক রহমানের নির্দেশে কালাপুর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


তারেক রহমানের নির্দেশে কালাপুর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: আব্দুস শহিদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ নম্বর কালাপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এতে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নুরে আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মোঃ তাজ উদ্দিন তাজু ও মোঃ হাফিজুর রহমান তুহিন। এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ডিপলু আহমদ টিক্কা। ইফতারের পূর্বে বক্তারা অতীতের ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, “অতীতে যারা নির্বাচনের নামে প্রহসন করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, অবশ্যই তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।”
ইফতার মাহফিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরে সবার সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন