গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল


গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
শ্রীমঙ্গল প্রতিনিধি:
গাজায় ইসরায়েলের সাম্প্রতিক গণহত্যা এবং মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ মার্চ, শুক্রবার জুমার নামাজের পর শ্রীমঙ্গল চৌমুহনী এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং ইসলামী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলের অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভকারীরা বলেন, “ইসরায়েলের এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববাসীকে এর বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আমরা ফিলিস্তিনের মুসলমান ভাই-বোনদের প্রতি সমর্থন জানাই এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
বিক্ষোভ শেষে আয়োজকরা এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন