হবিগঞ্জ বাহুবলে রাস্তার কাজে অনিয়ম

হবিগঞ্জের মিরপুরে বালুর উপর কার্পেটিং, কয়েক ঘণ্টার মধ্যেই উঠে যাচ্ছে পিচ
মিয়া মোঃ সিজিল, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু মহাশয় বাজার সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বেশ কিছু স্থানে পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং বালুর ওপরেই বিটুমিন কার্পেটিং করায় এমন অবস্থা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের দায়িত্ব দেয়া হয়েছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু কাজের গুণগতমান না থাকায় যানবাহনের চাপে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সঠিক নিয়ম অনুসরণ না করে কাজ করায় সরকারের অর্থের অপচয় হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান জানান, “সংস্কার কাজে অনিয়মের খবর পেয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ঠিকাদারকে পুনরায় কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ অনিয়ম দুর্নীতির অংশ এবং এলজিইডি কর্তৃপক্ষ এ দায় এড়াতে পারেন না।
আপনার মতামত লিখুন