
বাহুবলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
মিয়া সিজিল, জেলা প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (পহেলা বৈশাখ) সকাল ১০টায় উপজেলা সদরের প্রধান সড়কে সার্বজনীন শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, কৃষি অফিসার চিন্ময় কর অপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নববর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।